অধিকার পত্র ডটকম
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা পাপু গোমেজ, যিনি লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন, একটি ছোট ভুলে পুরোপুরি বদলে ফেলেছিলেন নিজের ক্যারিয়ার। ছেলের কাশির সিরাপ খাওয়ার ভুলে ডোপ টেস্টে পজিটিভ, আর সেই কারণে দুই বছরের নিষেধাজ্ঞা—এমন ঘটনা ফুটবল বিশ্বেও বিরল।
নিষেধাজ্ঞার কষ্টদায়ক সময় পার করে অবশেষে আবার মাঠে ফিরেছেন ৩৭ বছর বয়সী গোমেজ। বর্তমানে তিনি খেলছেন ইতালির সিরি 'বি' ক্লাব পাদোভাতে। সোমবারের ম্যাচে বদলি হিসেবে নেমে খেলেছেন ৩২ মিনিট।
নিষেধাজ্ঞার কারণ
২০২২ সালের বিশ্বকাপের আগে সেভিয়ায় খেলাকালীন শরীর খারাপ হওয়ায় তিনি ছেলের কাশি সারানোর সিরাপ খান। সেখানে থাকা বিটা২-অ্যাড্রেনার্জিক উপাদান ডোপিংয়ের তালিকাভুক্ত হওয়ায় তিনি ধরা পড়েন।
এরপর ২০২৩ সালের অক্টোবরে তাঁকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
গোমেজ বলেন—
“অনেকে মাদক নিয়ে ছয় মাসের শাস্তি পায়, আর আমি ছেলের কাশির সিরাপ খেয়ে দুই বছর! এটা কেমন বিচার? তবে হ্যাঁ… আমি সেটা মেনে নিয়েছি। ফুটবল দেখা বন্ধ করে দিয়েছিলাম, মনে হয়েছিল ফুটবল আমার জন্য মৃত।”
ফেরার লড়াই
অবশেষে কঠিন সময় পেরিয়ে যখন মাঠে ফিরলেন, ম্যাচটি যদিও ২–০ গোলের হার, তবুও তিনি নিজের লড়াইয়ের ঘোষণা দিয়েছেন দৃঢ় কণ্ঠে—
“আমি ঘুরতে আসিনি। পাদোভাকে যতটা সম্ভব উপরে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।”
ফুটবলের নাট্যমঞ্চে নিজের শেষ দৃশ্যটা নিজের হাতেই লিখতে চান পাপু গোমেজ—এটাই তাঁর বার্তা।

আপনার মূল্যবান মতামত দিন: