
মানবতার কল্যাণে "যুববন্ধু সম্রাট " এর রক্তদান কর্মসুচী!
ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী যুবলীগ সভাপতি যুববন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট এর নির্দেশনা ক্রমে ৪৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা লুৎফর রহমান লিটন এর উদ্যোগে গেন্ডারিয়া থানার ৪৫ নং ওয়ার্ড এ সীমান্ত গ্রন্থগার প্রাঙ্গণে বাংলাদেশ পুলিশ ব্যাংক এর সহযোগীতায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচী আজ দিনভর চলে,
কার্যক্রম এর উদ্যোক্তা লুৎফর রহমান লিটন জানায় সকাল ১০ টায়, আমি সহ পাচজন একসাথে রক্ত দেওয়া শুরু করি আমাদের রক্তদান কর্মসূচি উদ্ভোধন করেন গেন্ডারিয়া থানা ওসি তদন্ত মাহবুবুর রহমান আর রাজারবাগ পুলিশ ব্লাড ব্যাংক এর ইনচাজ সিদ্দিকুর রহমান সাহেব আমাদের রক্তদান কমসুচি সার্বিক ভাবে দেখা শুনা করেন .সকাল ১০ টায় শুরু হয় এ কর্মসূচী বিকাল ৪ পর্যন্ত চলে, আমি আামার রজনৈতিক অভিবাবক ঢাকা মহানগর যুবলীগ এর সভাপতি যুববন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট ভাইয়ের নিদেশনা ক্রমে বিগত কয়েক বছর যাবত এ কাজ করে আসছি, এ বছর আমাকে বিশেষ ভাবে এ কাজে সহযোগিতা এবং সাবিক ভাবে উপস্থিত থেকে এবং যারা রক্ত দান করেছে তাদের খোজ খবর নিয়েছন ঢাকামহানগর দক্ষিন যুবলীগ এর সহ সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ ভাই,
জানতে চাওয়া হলে লিটন জানায় এলাকাবাসীর একান্ত সহযোগীতায় বিশেষকরে করে সীমন্ত গ্রন্থাগার এর সকল কর্মকর্তার প্রতি আমি কৃতজ্ঞ, এ পর্যন্ত ৮০ ব্যগ রক্ত সংগ্রহীত হয়েছে, উপস্থিত ছিলেন -ওয়ার্ড যুবলীগওয়ার্ড ইউনিট যুবলীগ এর আমার ছোট ভাই ও বনধু রা,নগর সহ সভাপতি মাহবুবুর রহমান পলাশ এর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন
সম্রাট ভাইয়ের নির্দেশে আমি এখানে এসেছি এবং এসে মুগ্ধ হয়েছি লিটন একটি মহতী উদ্যোগ গরহন করেছে এই কাজ যদি পত্যেক ওয়ার্ডে হয় তাহলে রক্তের অভাবে আর কেউ মার যাবেনা,
এ কাজ সমর্পকে জানতে চাওয়া হলে মহানগর সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, মানবতার নেত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমার অনুপেরনা, মানবতার জন্য কাজ করে মানবিকতার অনন্য আসনে তিনি অধিষ্ঠিত হয়েছে, রাত দিন তিনি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন,
সম্রাট আরো বলেন যার কথা না বললেই নয়, যুবদর্শনের প্রবক্তা যুব জাগরণ এর চেয়ারম্যান যুব রাজনীতি সমর্পকে মানুষের ধারনা যিনি পরিবর্তন করেদিয়েছেন, মননশীল রাজনৈতিক ব্যাক্তিত্ত্ব তার উৎসাহে মহানগর দক্ষিণ যুবলীগ এখন সমাজে রোলমডেল, আমার যুবলীগ নেতাকর্মী সকলে মেধাবী ও সমাজিক বিভিন্ন কর্মকানডে জরিত,রক্তদান কর্মসূচিতে সার্বিক ভাবে সহযোগীতা করেন সীমান্ত গন্থগার এর সভাপতি মোরর্শেদ আহমেদ চৌধুরী সহ সীমন্ত গনথাগারের কর্মকর্তা বৃন্দ
আপনার মূল্যবান মতামত দিন: