odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের বিয়ে—সঙ্গী জডি হেইডনের সঙ্গে ‘দ্য লজ’-এ ঐতিহাসিক বিবাহবন্ধন

odhikarpatra | প্রকাশিত: ২৯ November ২০২৫ ২৩:০১

odhikarpatra
প্রকাশিত: ২৯ November ২০২৫ ২৩:০১

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

অস্ট্রেলিয়ার ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। দেশের দায়িত্বে থাকা অবস্থাতেই তিনি বিয়ে করলেন দীর্ঘদিনের সঙ্গী জডি হেইডনকে। শনিবার সন্ধ্যায় রাজধানী ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’-এর সবুজ চত্বরে তাদের বিবাহবন্ধন সম্পন্ন হয়। গণমাধ্যমে এই খবর ব্যাপক সাড়া ফেলেছে।

কঠোর গোপনীয়তার মধ্যে আয়োজিত এ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও কিছু ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ার ইতিহাসে এটাই প্রথম কোনো প্রধানমন্ত্রী, যিনি দায়িত্বে থাকা অবস্থায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।

কনে জডি হেইডন ‘লাকিয়েস্ট’ গানের সুরের মূর্ছনায় বাবা বিল ও মা পলিন হেইডনের হাত ধরে মঞ্চে আসেন। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল নবদম্পতির পোষা কুকুর টোটো—যে বিয়ের আংটি বহন করে নিয়ে আসে। আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি স্টিভি ওয়ান্ডারের বিখ্যাত গান ‘Signed, Sealed, Delivered I’m Yours’-এর তালে তালে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

বিয়ের পর এক যৌথ বিবৃতিতে আলবানিজ ও জডি জানান, “পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সামনে ভালোবাসা ও ভবিষ্যৎ পথচলার অঙ্গীকার ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত।”

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। বিরোধীদলীয় নেত্রী সুসান লিও নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে আলাদা বিবৃতি দেন। প্রধানমন্ত্রীর প্রথম পক্ষের ছেলে নাথান আলবানিজও অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, ২০১৯ সালে আলবানিজের ১৯ বছরের বৈবাহিক জীবনের ইতি ঘটে। জানা গেছে, জাঁকজমকপূর্ণ এ বিয়ের সম্পূর্ণ ব্যয় ব্যক্তিগতভাবে বহন করা হয়েছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অস্ট্রেলিয়ার মধ্যেই কোনো মনোরম স্থানে তারা সংক্ষিপ্ত মধুচন্দ্রিমায় সময় কাটাবেন।



আপনার মূল্যবান মতামত দিন: