বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে পুনরায় পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে তিনটি জাহাজে ১১৭৪ জন পর্যটক সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেন। সকাল ৭টা থেকে ৮টার মধ্যে জাহাজগুলো ছাড়ে এবং দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যে দ্বীপে পৌঁছায়।
গত নভেম্বর মাসে দ্বীপে রাতযাপনের ওপর নিষেধাজ্ঞার কারণে পর্যটন কার্যক্রম কার্যত বন্ধ ছিল। নতুন ঘোষণা অনুযায়ী আজ থেকে রাতযাপনের সুযোগ ফিরে আসায় পর্যটকদের আগ্রহও বাড়ে।
সরকারের দেওয়া ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে জেটিঘাটে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএ-র প্রতিনিধিরা সকাল থেকেই উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিরুৎসাহিত করতে প্রতিটি পর্যটককে বিনামূল্যে অ্যালুমিনিয়ামের পানির বোতল দেওয়া হয়।
‘সি ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, প্রথমদিন তিনটি জাহাজে ১১৭৪ যাত্রী সেন্টমার্টিনে গেছেন।
জেলা প্রশাসনের তদারকি কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান, দৈনিক সর্বোচ্চ ২ হাজার পর্যটকের সীমা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। অনলাইন নিবন্ধন ছাড়া টিকিট বিক্রি করায় ‘কেয়ারি সিন্দাবাদ’ নামে একটি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, প্রবাল দ্বীপের পরিবেশ রক্ষায় প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়তে পর্যটকদের সচেতন করা হচ্ছে।
এদিকে জানা গেছে, প্রতিদিন সকাল ৭টায় কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে যাবে এবং পরদিন বিকেল ৩টায় ফেরত আসবে। এই মৌসুমে ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকরা ভ্রমণের সুযোগ পাবেন। উল্লেখ্য, ১৯৯৯ সালে সেন্টমার্টিনকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) ঘোষণা করা হয় এবং ২০২৩ সালে সংলগ্ন বঙ্গোপসাগরের ১,৭৪৩ বর্গকিলোমিটার এলাকা সামুদ্রিক সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা করে সরকার।
কক্সবাজার–সেন্টমার্টিন রুটে দীর্ঘ বিরতির পর আবারও জাহাজ চলাচল শুরু, প্রথমদিনেই পর্যটকের ঢল
#Coxsbazar #SaintMartin #TourismNews #BangladeshTravel #OdhikarPatra #পর্যটন #সেন্টমার্টিন #কক্সবাজার

আপনার মূল্যবান মতামত দিন: