সংবাদ প্রতিবেদন
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে টেলিভিশনের এক আলোচনা অনুষ্ঠানে মন্তব্য করায় তলব হওয়ার পর নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
তিনি জানান, ফজলুর রহমান আদালতের কাছে লিখিতভাবে “আনকন্ডিশনাল অ্যাপোলজি” জমা দিয়েছেন। আবেদনপত্রে তিনি উল্লেখ করেছেন যে, টকশোতে তাঁর দেওয়া মন্তব্য ভুলের কারণে হয়েছে এবং তিনি আদালতের দয়া বা মার্সি কামনা করছেন।
তবে ক্ষমা প্রার্থনার বিষয়ে আদালত এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। চিফ প্রসিকিউটর বলেন, আগামী ৮ ডিসেম্বর শুনানির দিনেই এ বিষয়ে রায় বা সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল তাঁকে একাডেমিক সার্টিফিকেট ও বার কাউন্সিল সনদসহ সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছিল। অভিযোগ ছিল, একটি টকশোতে তিনি বলেছেন— “এই ট্রাইব্যুনাল আমি মানি না; এটি ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচার ছাড়া অন্য কিছু করতে পারে না।”
প্রসিকিউশন পক্ষ অভিযোগটি আদালতে তুলে ধরলে অবমাননার প্রক্রিয়া শুরু হয়।
একসময়ের আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান পরে কৃষক-শ্রমিক-জনতা লীগ হয়ে যোগ দেন বিএনপিতে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।
ক্ষমা চাওয়ার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেননি তিনি।
নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান — ট্রাইব্যুনালে সিদ্ধান্ত ৮ ডিসেম্বর
#ফজলুররহমান #বিএনপি #আন্তর্জাতিকঅপরাধট্রাইব্যুনাল #আদালতঅবমাননা #কিশোরগঞ্জ৪ #BangladeshNews #odhikarpatra

আপনার মূল্যবান মতামত দিন: