ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
আজ শনিবার দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবোতে মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

বিএনপি ক্ষমতায় থাকতে দেশে নিল-নকশার নির্বাচন করতে চেয়েছিলো আওয়ামী লীগ কখনো দেশে নিল-নকশা নির্বাচন করে না। : ওবায়দুল কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩১ মার্চ ২০১৮ ১৮:০০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৮ ১৮:০০

 

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছেন।
আজ শনিবার দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবোতে মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে কারাগারে থাকা খালেদা জিয়ার সাথে দেখা করেছেন সিভিল সার্জন। তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হবে। মেডিকেল বোর্ড যদি মনে করেন এদেশেই খালেদা জিয়ার চিকিৎসা করা সম্ভব তা হলে দেশেই চিকিৎসা করা হবে, আর যদি মেডিকেল বোর্ড মনে করেন দেশে চিকিৎসা হবে না তাহলে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে দেশে নিল-নকশার নির্বাচন করতে চেয়েছিলো আওয়ামী লীগ কখনো দেশে নিল-নকশা নির্বাচন করে না।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আগামী রোজার ঈদে টাঙ্গাইল চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে যানজট হবে না।
পরিদর্শন কালে সংসদ সদস্য ডা.এনামুর রহমান, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মেহেদী হাসান মঞ্জু,আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: