ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার)জানান, দক্ষিণ এশীয় নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাসমূহের ফোরামের প্রস্তাবের সাথে সমন্বয় করেই দিবসটি পালন করা হবে

তরুণদেরকে গণতন্ত্র, নির্বাচন এবং তাদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ '১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে' দিবসটি পালন করবে।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ এপ্রিল ২০১৮ ২১:৩৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ এপ্রিল ২০১৮ ২১:৩৭

 সরকার প্রতিবছর ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এম এন জিয়াউল আলম সচিবালয়ে সাংবাদিকদের জানান, দক্ষিণ এশীয় নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাসমূহের ফোরামের প্রস্তাবের সাথে সমন্বয় করেই দিবসটি পালন করা হবে।
তিনি বলেন, সার্ক অঞ্চলের প্রত্যেক দেশই ভোটারদের জন্য তাদের নিজস্ব জাতীয় দিবস পালন করে থাকে।
দিবসটি ‘খ’ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে, বিশেষ করে তরুণদেরকে গণতন্ত্র, নির্বাচন এবং তাদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ দিবসটি পালন করবে।
জিয়াউল আলম বলেন, জাতীয় জীবনে গুরুত্ব অনুধাবন করে সরকার দিবসটি পালনের জন্য মার্চ মাসকে নির্ধারণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: