odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 29th December 2025, ২৯th December ২০২৫
জাতীয় সংসদ নির্বাচন ২০২৫: ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে বিজিবিকে প্রস্তুত থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

odhikarpatra | প্রকাশিত: ২৯ December ২০২৫ ১৬:২৫

odhikarpatra
প্রকাশিত: ২৯ December ২০২৫ ১৬:২৫

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

ঢাকা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার বিজিবি দিবস ২০২৫ উপলক্ষে বিজিবি সদর দপ্তরে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে এবং নির্বাচনকালীন সময়ে প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্তে যেকোনো ধরনের অপরাধ, চোরাচালান ও মাদক পাচার ঠেকাতে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধ করে কেউ যেন সীমান্ত দিয়ে পালিয়ে যেতে না পারে, সে জন্য স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। চোরাকারবারি ও মাদক পাচারকারীদের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধে বিজিবি সদস্যদের সাহস ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সীমান্ত সুরক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে বিজিবি জনগণের আস্থার প্রতীক হয়ে তাদের গৌরবময় অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ৭২ জন বিজিবি সদস্যকে পদক প্রদান করা হয়। পরে কেক কেটে বিজিবি দিবস ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।



আপনার মূল্যবান মতামত দিন: