(অধিকারপত্র ডটকম নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে এক শোকাতুর অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি এই মহীয়সী নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, "আজ পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে।" তিনি আরও উল্লেখ করেন যে, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়ার আপসহীন নেতৃত্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
শহীদ জিয়ার পাশেই শেষ শয্যা: রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম খালেদা জিয়ার জন্য শেষ শয্যা প্রস্তুত করা হচ্ছে। স্বজন ও দলীয় নেতাকর্মীদের অঝোর কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে আগামীকাল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ বিভিন্ন দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরা।
প্রধান উপদেষ্টার কঠোর বার্তা: ভাষণে প্রফেসর ইউনূস দেশবাসীকে ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, "শোকের এই সময়ে কেউ যেন কোনো ধরনের অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে।" শোক পালনের অংশ হিসেবে ঢাকায় সব ধরনের আতশবাজি ও বিজয় র্যালি নিষিদ্ধ করা হয়েছে।
কর্মসূচি ও অন্ত্যেষ্টিক্রিয়া: সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক চলাকালীন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আগামীকাল জানাজা শেষে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে সবাইকে শৃঙ্খলার সঙ্গে জানাজায় শরিক হওয়ার এবং সংশ্লিষ্টদের সহযোগিতা করার বিনীত অনুরোধ জানিয়েছেন।
এক নক্ষত্রের বিদায়! বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভেঙে পড়লেন প্রধান উপদেষ্টা; তিন দিনের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা।
#KhaledaZia #ChiefAdviser #NationalMourning #BangladeshPolitics #BegumKhaledaZia #BNP #BreakingNews #Adhikarpatra #বেগম_খালেদা_জিয়া #শোক_সংবাদ #রাষ্ট্রীয়_শোক
বেগম খালেদা জিয়ার মৃত্যু প্রধান উপদেষ্টার ভাষণ তিন দিনের রাষ্ট্রীয় শোক সাধারণ ছুটি ঘোষণা খালেদা জিয়ার জানাজা

আপনার মূল্যবান মতামত দিন: