odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 31st December 2025, ৩১st December ২০২৫
নোয়াখালীর চৌমুহনীতে রাবেয়া প্রাইভেট হাসপাতালে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট; আহত ৩, মামলা দায়ের

নোয়াখালীতে হাসপাতালে ভয়াবহ হামলা-ভাঙচুর, আতঙ্কে রোগীদের দিগ্বিদিক ছোটাছুটি

odhikarpatra | প্রকাশিত: ৩০ December ২০২৫ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ৩০ December ২০২৫ ২৩:৫৭

নোয়াখালীর চৌমুহনীতে রাবেয়া প্রাইভেট হাসপাতালে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট; আহত ৩, মামলা দায়ের


সংবাদ প্রতিবেদন

নোয়াখালী, ৩০ ডিসেম্বর ২০২৫ — নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে একটি বেসরকারি হাসপাতালে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আকস্মিক এ হামলায় হাসপাতালের ভেতরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছোটাছুটি করেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চৌমুহনী কলেজ রোড এলাকায় অবস্থিত রাবেয়া প্রাইভেট হাসপাতালে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে বেগমগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি।

হাসপাতালের চেয়ারম্যান ও জ্যেষ্ঠ চিকিৎসক ডা. আবু নাছের জানান, ঘটনার সময় তিনি অস্ত্রোপচার কক্ষে একজন রোগীর অপারেশন করছিলেন। হঠাৎ করে লাঠিসোঁটা হাতে ৫০ থেকে ৬০ জনের একটি দল হাসপাতালে ঢুকে পড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা নিচতলায় ব্যাপক ভাঙচুর শুরু করে।

হামলাকারীরা হাসপাতালের আসবাবপত্র, একাধিক কম্পিউটার, রোগ নির্ণয়ের যন্ত্রপাতি ভাঙচুর করে। পাশাপাশি ক্যাশ কাউন্টার থেকে নগদ অর্থ লুটপাট করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে।

এ ঘটনায় হাসপাতালের তিন কর্মচারী আহত হন। আহতরা হলেন—কর্মচারী রতন দেবনাথ (৬০), তোফাজ্জল হোসেন (৪০) ও আয়া শাহীনুর আক্তার (৪৫)। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডা. আবু নাছের বলেন, প্রায় তিন দশক ধরে তিনি ও তাঁর স্ত্রী এই হাসপাতালের মাধ্যমে এলাকাবাসীকে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। কোনো রোগীর মৃত্যু বা গুরুতর চিকিৎসা জটিলতার ঘটনা ঘটেনি। জটিল রোগীদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়। এরপরও কেন এমন ন্যাক্কারজনক হামলা চালানো হলো, তা তাঁদের বোধগম্য নয়।

তিনি আরও জানান, হামলায় জড়িত কয়েকজনকে স্থানীয়ভাবে শনাক্ত করা গেছে। হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলায় প্রায় ৫০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, হাসপাতালে হামলা ও ভাঙচুরের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। একটি মামলা রেকর্ড হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।


✍️ রিপোর্টার

ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম


 

নোয়াখালী হাসপাতাল হামলা, চৌমুহনী হাসপাতাল ভাঙচুর, রাবেয়া প্রাইভেট হাসপাতাল, বেগমগঞ্জ সহিংসতা, হাসপাতাল লুটপাট, Noakhali Hospital Attack


 

#নোয়াখালী
#হাসপাতাল_হামলা
#চৌমুহনী
#CrimeNews
#HospitalAttack
#BangladeshCrime
#OdhikarPatra


 



আপনার মূল্যবান মতামত দিন: