odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 1st December 2025, ১st December ২০২৫

বাংলাদেশে যারা ধর্ষিত হচ্ছে তারা কারো না কারো মা বোন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ April ২০১৮ ১৯:৫৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ April ২০১৮ ১৯:৫৯

মা বোনদের ধর্ষণ হতে দেওয়া যাবেনা
ধর্ষক এবং খুনি সমান অপরাধী এক অভিন্ন নাম এদের সমান শাস্তি হওয়া উচিৎ

এই মাত্র রাজধানী র ব্যস্ততম সড়ক
ইঞ্জিনিয়ারস ইনিসটিটিউসনের রাস্তা দিয়ে একজাক উদ্যমি যুবক যুবতী দের বিভিন্ন ফেস্টুন প্লে কার্ড ব্যনার সহ মিছিল সহকারে যেতে দেখা যায়, মিছিল থেকে শোনাযায় ধর্ষিতা দের উপর অভিযোগ চাপিয়ে দেওয়া যাবেনা, উল্লেখ্য বাংলদেশে বেশকিছু ধর্ষণ ঘটনায় ধর্ষীতার উপর দোশ চাপিয়ে দেওয়ার ঘটনা ঘটে,

যার পরিপেক্ষিতে সারা দেশে খোভ এর সৃস্টি হয় খোভে বিভিন্ন নারী সংগঠন, মানবধিকার সংগঠন গুলো বিভিন্ন সভা সেমিনার করে এবং মানব বন্ধন করে, তবে বিভিন্ন ঘটনা অবশ্য ভিন্ন কিছু বাজে মহিলার বিভিন্ন যায়গায় বিভিন্ন ব্যাতিক্রম ঘটনা ঘটিয়ে থাকে এর দায় ভার সমাজের নিরাপরাধ মা বোনরা এ দায়ভার দেওয়া যায় না।



আপনার মূল্যবান মতামত দিন: