ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের বর্তমান সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে : ইউএনএইচসিআর প্রতিনিধি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৮ ২৩:৫৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৮ ২৩:৫৮

  

 জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এর আঞ্চলিক প্রতিনিধি ও সমন্বয়ক জেমস লিনচ বলেছেন, বাংলাদেশের বর্তমান সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সংসদ ভবনে সাক্ষাতকালে জেমস লিনচ আজ এ কথা বলেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে সবসময় বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন।
সাক্ষাতকালে তারা রোহিঙ্গা ইস্যু বিশেষ করে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা করেন।
এ সময় স্পিকার বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। এ বিষয়ে মিয়ানমারের আন্তরিকতা প্রয়োজন।
তিনি রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে মিয়ানমারে প্রত্যাবর্তনে জনমত সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানান। এসময় তিনি রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য ইউএনএইচসিআর’কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ রোহিঙ্গাদের বিষয়ে সহানুভূতিশীল। স্থানীয়রা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করছে।



আপনার মূল্যবান মতামত দিন: