odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 28th January 2026, ২৮th January ২০২৬
তৃণমূলের সব বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ নেতা-কর্মীরা

রাজশাহী-১ আসনে বিএনপির শক্ত অবস্থান, শরীফ উদ্দীন–তারেকের ঐক্যে নতুন প্রাণ

odhikarpatra | প্রকাশিত: ২৭ January ২০২৬ ২৩:১৯

odhikarpatra
প্রকাশিত: ২৭ January ২০২৬ ২৩:১৯

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীন ও দলের প্রভাবশালী নেতা মোঃ সুলতানুল ইসলাম তারেকের ঐক্যে নতুন গতি পেয়েছে বিএনপির তৃণমূল রাজনীতি।

সোমবার বিকেলে গোদাগাড়ী পৌর বিএনপি কার্যালয় চত্বরে মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীনের সমর্থনে অনুষ্ঠিত হয় এক বিশাল নির্বাচনী পথসভা। নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

“ভোটই জনগণের সবচেয়ে বড় শক্তি”

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীন বলেন,
“ভোটই জনগণের সবচেয়ে বড় শক্তি। দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র ও সাধারণ মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের বিজয়ী করুন।”

 শরীফ–তারেক ঐক্যে বার্তা স্পষ্ট

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দলের অভ্যন্তরীণ ঐক্যের দৃশ্যমান প্রকাশ। মনোনয়নকে কেন্দ্র করে অতীতে দূরত্ব থাকলেও, একই মঞ্চে উপস্থিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন বিশিষ্ট শিল্পপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য মোঃ সুলতানুল ইসলাম তারেক।

তিনি বলেন,
“দলের বৃহত্তর স্বার্থে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে শরীফ উদ্দীনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।”

 তৃণমূলের গণজোয়ার

গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন)।

বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে পথসভাটি পরিণত হয় এক বিশাল মিলনমেলায়।

 শপথ ও স্লোগানে মুখর মাঠ

সভা শেষে নেতা-কর্মীরা ভোটকেন্দ্র পাহারা দিয়ে জনরায়ের প্রতিফলন ঘটানোর শপথ নেন। আবেগঘন মুহূর্তে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সভাস্থল—
“এই মিলনমেলা, এই ঐক্য, এই হাসি—১২ ফেব্রুয়ারি বিজয়ের হাসি।”

পথসভা শেষে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ চালানো হয়।


রাজশাহী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল



আপনার মূল্যবান মতামত দিন: