নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানিয়েছেন, আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ পক্ষ নেবে না। বরং বাংলাদেশের সাধারণ জনগণ ভোটের মাধ্যমে যে সরকারকে নির্বাচিত করবে, ওয়াশিংটন সেই সরকারের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ঢাকায় দায়িত্ব গ্রহণের পর সিইসির সঙ্গে এটিই ছিল রাষ্ট্রদূতের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বৈঠকের মূল আলোচনা: মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সিইসির সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠক শেষে ক্রিস্টেনসেন জানান, মূলত আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সমস্ত নীতিমালা ও প্রক্রিয়া গ্রহণ করেছে, সিইসি তাকে বিস্তারিতভাবে অবহিত করেছেন।
উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা: মার্কিন রাষ্ট্রদূত বলেন, "আমি মার্কিন সিনেটে শুনানির সময়ও বলেছিলাম যে, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। আমি এই নির্বাচনের ফলাফল দেখতে আগ্রহী।" তিনি আরও উল্লেখ করেন যে, গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে একটি উৎসবমুখর নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছিল। রাষ্ট্রদূত নিজেও আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের মানুষ একটি উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও আলোকপাত করা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায় বলেও রাষ্ট্রদূত পুনর্ব্যক্ত করেন।
নির্বাচন ভবন সংবাদ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক উৎসবমুখর নির্বাচন সিইসি এ এম এম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশ নির্বাচন ২০২৬

আপনার মূল্যবান মতামত দিন: