
মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ
শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেওটচিরা নামক এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষেও ঘটনায় ১জন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪ টার দিকে বিপরীত মুখি বাস-ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ১জন মারা যায়, গুরুতর আহত ৩ জনকে ঢাকা মেডিকেলে ও ৫ জনকে শ্রীনরগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসাড়া হাইওয়ে ফাড়ির সার্জেন্ট বাহারুল জানান, ভোর সাড়ে ৪ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এসময় ১ জন মারা যায় ও ১২ জনের মত আহত হয়। খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করি।
এসপি লাইন নামের যাত্রী বাহি বাসটি মাওয়ার দিকে যাচ্ছিল ও মালবাহী ট্রাকটি ঢাকা মুখি যাচ্ছিল। শ্রীনগর উপজেলার কেওটচিরা নামক এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে বাসের চালক হতে পারে। নিহতের স্বজনরা এলে বিস্তারিত জানা যাবে। দুটো গাড়িই রাস্তার পাশে রাখা হয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে।
আপনার মূল্যবান মতামত দিন: