odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

মানুষ ও কুকুরের চেয়ে বেশী কামড়াতে পারে : মুন্সিগঞ্জের গজারিয়াতে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৯ April ২০১৮ ২৩:৪৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৯ April ২০১৮ ২৩:৪৪

 

গজারিয়া(মুন্সিগঞ্জ)প্রতিনিধি:
কুুুকুরের কাজ কুুুুকুর করেছে কামড়ে দিয়েছে পায় তাই বলে কি. ....... মানুুষের  শোভা পায় ? একথা বদলে দিয়েছ গজারিয়ার হাকিম ভূইয়া সে বুঝিয়ে দিল এখন মানুষ ও কুকুরের মত কামরায় ।

এবারই এমনই এক ঘটনা ঘটলো মুন্সিগঞ্জে গজারিয়ায়।

যেখানে কুকুর নয়, মানুষের কামড়ে মানুষ আহত হয়েছে।আর এ ঘটনার খবর ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।  

ঘটনা ঘটেছে উপজেলার ইমামপুর ইউনিয়নে করিমখাঁ গ্রামে। 

জানাযায়, ইমামপুর ইউনিয়নে করিমখাঁ  গ্রামের আ.রব ভুইয়ার ছেলে হাকীম ভুইয়া দীর্ঘদিন ধরে গরু'র মাধ্যমে মাঠের ফসলের ক্ষতি করে আস ছিলো। 

নিজ জমির ফসলের ক্ষতি করায় গ্রামের মৃতু রমিজ উদ্দিনের ছেলে স্বপন জমাদার সাথে কথাকাটি হয়। এক পর্যায়ে স্বপন জমাদার কে হাকীম ভুইয়া পিঠে কামড় দিয়ে ক্ষত বিক্ষত করে।

এসময় স্বপন জমাদার আত্মচিৎকার পার্শ্ববর্তী জমির লোকজন এগিয়ে আসলে হাকীম ভুইয়া পালিয়ে যায়। 

পরে লোকজন স্বপন জমাদারকে গুরুতর অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বপন জমাদার বর্তমানে চিকিৎসাধীন আছেন।



আপনার মূল্যবান মতামত দিন: