odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন সরকার স্বাস্থ্যসেবা দেশের সর্বত্র পৌঁছে দিয়েছে ।

জনগণের দোড়গোড়ায় সরকার স্বাস্থ্য সেবা  পৌঁছে দিয়েছে : আজম

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ April ২০১৮ ১৭:৩৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ April ২০১৮ ১৭:৩৭

 

 বস্ত্র ও পাটমন্ত্রী মির্জা আজম আজ বলেছেন, সরকার স্বাস্থ্যসেবা দেশের সর্বত্র জনগণের দোড় গোড়ায় পৌঁছে দিয়েছে।
তিনি বলেন, বেসরকারি উদ্যোগে অনেক স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে সেগুলো জনগণের সেবায় বড় ভূমিকা রাখছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে গরীবদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের আহ্বান জানান।
তিনি জেলা শহরের আমলাপাড়া এলাকায় একটি কিডনী ডায়ালাইসিস সেন্টার উদ্বোধনের পর শিল্পকলা একাডেমি ভবনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জামালপুর সমিতি ও সোনার বাংলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় জেলা প্রশাসক আহমেদ কবির, পুলিশ সুপার মো. দেলওয়ার হোসেন, জামালপুর পৌর মেয়র মির্জা সাখাওয়াত আলম মনি ও জামালপুর সমিতির সাধারণ সম্পাদক শেখ মো. শফিকুল ইসলাম সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বিনামূল্যে গরীব রোগীদের সেবা দানের লক্ষ্যে ডায়ালাইসিস সেন্টারটির জন্য প্রতিবছর পাঁচ লাখ টাকা দানের ঘোষণা দেন।



আপনার মূল্যবান মতামত দিন: