ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বয়োজেষ্ঠ, প্রবীণ- ত্যাগী আওয়ামীলীগ নেতাদের পাশে - কোমলমতি এমিলি।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৮ ২৩:০৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৮ ২৩:০৪

 মুন্সিগঞ্জ -২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি' যাদের বহু ত্যাগ, ভালবাসা আর কঠোর পরিশ্রমের বিনিময়ে বর্তমান সুসংগঠিত বাংলাদেশ আওয়ামীলীগ।
জনাব তপন ঢালী,তেমনি একজন রাজনৈতিক ব্যাক্তি, কোষাধক্ষ্য- লৌহজং উপজেলা আওয়ামীলীগ।
বয়োজেষ্ঠ প্রবীণ-এই ত্যাগী আওয়ামী লীগ নেতা লৌহজং আওয়ামীলীগ এর প্রতিষ্টা লগ্নথেকে তৃনমূল পর্যায় কাজ করেছেন।
৭৫ এর পর যখন আওয়ামীলীগ করা কষ্টকর ছিল আর মুন্সীগঞ্জ তথা বিক্রমপুর কে বলাহতো মিনি পাকিস্তান, এমিলি বলেন তপন ঢালীদের ত্যাগ ও পরিশ্রমের ফলে আজকের আওয়ামীলীগ ভিত্তি মজবুত হয়েছে।
তাদের ভূলে  গেলে ভূল করবে বর্তমান নেতারা কারন বার্ধক্য সবার জন্য ভয়াবহ ।
আজকে আমি শক্তিশালী কালকে তুমি পরাকমশালী তাই প্রবীণ দের সমমান করি তাদের বোঝা না মনে করি ,
এই বার্ধক্যর আরেক প্রতিচ্ছবি চুননু মাদবর, ছিলেন অনেক পরিশ্রমও আর এখন মায়া হয় আমার বাবা চলে গেছেন কিছুদিন আগে এদের আমি বাবার মত সমমান করি বললেন এমিলি
যাদের বহু ত্যাগ, ভালবাসা আর কঠোর পরিশ্রমের বিনিময়ে বর্তমান সুসংগঠিত আওয়ামীলীগ।
  জনাব চন্নু মাদবর,সাবেক সভাপতি, কুমারভোগ ইউনিয়ন আওয়ামীলীগ ও কার্যকরী সদস্য, লৌহজং উপজেলা আওয়ামীলীগ।
 


আপনার মূল্যবান মতামত দিন: