
মুন্সীগঞ্জে প্রতিনিধি :
মুন্সীগঞ্জে পঞ্চসা র ইউনিয়নের আদারিয়াতলায় সৎ ভাইয়ের হাতে ছোট বোন ধষর্নের অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে কাল বৈশাখী ঝড়ের সময় ছোট বোনকে ঘরে একা পেয়ে জোর পূর্বক ধর্ষন করে পাষন্ড ভাই। পরে রক্তাক্ত অবস্থায় ধর্ষক ভাই নিজেই বোনকে হাসপাতালে নিয়ে যায়।ধর্ষনের শিকার শিশুটির মা হালিমা বেগম বলেন, প্রতি দিনের মতো মেয়েকে বাসায় রেখে কারখানায় কাজে যাই। দুপুর ২টার দিকে যখন বাড়িতে আসি তখন শুনতে পাই মেয়ে ছাদ থেকে পড়ে গেছে। তাকে হাসপাতালে নিয়ে গেছে। পরে হাসপাতালে এসে মেয়ের মুখে জানতে পারি বড় ভাই রোবেল খান তার সাথে খারাপ কাজ করেছে। আমি এর বিচার চাই। তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন দুধ কলা দিয়ে কাল সাপ পুশলাম আমি। মেয়েটি বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।পুলিশ সুত্রে জানা যায়, খলিল খানের দ্বিতীয় স্ত্রীর এই মেয়ে শিশুটি। খলিল খানের দেশের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার সহিদপুর গ্রামে। খলিল খানের আগের স্ত্রীর ছেলে রোবেল খান। বর্তামানে মুন্সীগঞ্জের পঞ্চসার এলাকার আদারিয়াতলার আমেনা বেগমের বাড়ির ভাড়াটিয়া। বাবা কোন কাজ না করায় মা একটি সুতার কারখানায় কাজ করে সংসার চালায়।ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার এস আই মো: গোলাম কিবরিয়া জানায়, ঘটনা জানতে পেরে হাসপাতালে গিয়েছি। শিশুটির মা ও শিশুর সাথে কথা বলেছি। ধর্ষক ভাইকে গ্রেফতার করার জন্য অভিযানে নেমেছি।এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। মেয়েটি বর্তমানে লেবার রুমে চিকিৎসাধীন রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: