odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬
বিএফইউজে’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৭ May ২০১৮ ২০:১৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৭ May ২০১৮ ২০:১৯

 

 বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে ও মহাসচিব ওমর ফারুকের পরিচালনায় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, ময়মনসিংহের সভাপতি আতাউল করিম, কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, বগুড়ার সভাপতি আমজাদ হোসেন মিন্টু, রাজশাহীর সভাপতি কাজী শাহেদ, নারায়ণগঞ্জের সভাপতি আব্দুস সালাম, যশোরের সভাপতি সাজেদ হোসেন, কক্সবাজারের সভাপতি আবু তাহের, খুলনার সভাপতি জাহিদ হোসেন ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতেই নিহত সাংবাদিকদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর নেতৃত্বে দশজন সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীকে ক্রেস্ট প্রদান করেন। এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি তরুণ তপন চক্রবর্তী ও সম্পাদক আল মামুন সাংবাদিকদের বরাদ্দ দেয়ার জন্য জমির কিছু কাগজপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বিগত ৯ বছরে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের কল্যাণে সরকার গৃহীত বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সব কিছু নেতিবাচক লেখার ধারণা থেকে বের হয়ে আসতে মিডিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের কল্যাণে যা কিছু তা ইতিবাচক লেখনির মাধ্যমে তুলে ধরা উচিত।
বিকেলে প্রেসক্লাব প্রাঙ্গণে বিএফএইজের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা সংগঠনের উন্নয়নে ভবিষ্যত করণীয় সম্পর্কে তাদের বক্তব্য ও মতামত তুলে ধরেন।



আপনার মূল্যবান মতামত দিন: