ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সিরাজদিখান প্রেসক্লাবে কাজী বাবুল সভাপতি,মোক্তার সাধারণ সম্পাদক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ মে ২০১৮ ২৩:১৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ মে ২০১৮ ২৩:১৪

 

 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ)  সংবাদদাতা:

একই ব্যানারে সিরাজদিখানের সাংবাদিকরা, উপজেলা প্রেসক্লাব বিলুপ্ত ঘোষণা, সকল বিতর্কের অবসান। সিরাজদিখান প্রেসক্লাব কার্যালয়ে (নাথ প্লাজা ৩য় তলা) ২০ মে,রোববার দিন ব্যাপী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকদের সমঝোতায় সিরাজদিখান প্রেসক্লাব উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ একাত্বতা ঘোষণা করেন।

সময় উপজেলা প্রেসক্লাব বিলুপ্ত ঘোষণা করা হয়। এখন থেকে ১৯৯০ সালে স্থাপিত সিরাজদিখান প্রেসক্লাব ছাড়া এই উপজেলায় প্রেসক্লাব সংযোগ করে কোন সংগঠন থাকবে না। কেউ নাম ব্যাবহার করে কোন সংগঠন চালু করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। পরে উপজেলা প্রেসক্লাবের সদস্যরা সিরাজদিখান প্রেসক্লাবের সদস্য ফরম পূরণ করে সভাপতির নিকট জমা দেন।  

প্রধান অতিথি মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক  ভবতোষ চৌধুরী নুপুর উপস্থিত থেকে তাদের বক্তব্যে বলেন, জেলার প্রতিটি উপজেলায় সাংবাদিকদের মধ্যে কিছু সমস্যা রয়েছে। আজ সিরাজদিখানে সমাধান হলো, পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় সমস্যা সমাধান হবে। আপনারা মনে প্রাণে এক সাংবাদিক আরেক সাংবাদিককে ভাইয়ের মত ভাই মনে করবেন। মিলেমিশে কাজ করবেন এবং মনে রাখবেন প্রেসক্লাব একটাই সিরাজদিখান প্রেসক্লাব। সময় সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদটি খালি থাকায় দৈনিক আমাদের সময় মাই টিভির মোহাম্মদ মোক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। সাহিত্য সম্পাদক হিসেবে মো. মস্তফা, কার্যকরি সদস্য পদে শাহনেওয়াজ শান্ত সুলতানা আখতারের নাম ঘোষণা করা হয়।

এছাড়া আগের কমিটির যারা রয়েছেন তাদের পদ বহাল থাকবে। কমিটির মেয়াদ আগামী মাস পরে শেষ হবে। আর যারা সদস্য পদে আবেদন করেছেন তাদের যাচাই বাছাই শেষ করে সদস্য পদ দেওয়া হবে।

সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কে.এন.ইসলাম বাবুলের সভাপতিত্বে সহ সভাপতি ইমতিয়াজ বাবুলের সঞ্চালণায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাবেক সভাপতি সামসুজ্জামান পনির, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, লেখক, কবি, সাংবাদিক আনোয়ার হোসেন আনু, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন আহমেদ সুমন প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: