odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

মুন্সীগঞ্জ --বিক্রমপুর সমিতির ইফতার ও দোআ মাহফিল।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ June ২০১৮ ২১:৪২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ June ২০১৮ ২১:৪২

মুন্সীগঞ্জ --বিক্রমপুর সমিতি ইফতার ও দোআ মাহফি।
আজ ১৩ ই জুন ২০১৮, বুধবার বিকাল ৪ টা।রাজধানি ঢাকার 
 ৬৬/এ, ইন্দিরারোড( পশ্চিম রাজা বাজার), ঢাকা-

মুন্সীগঞ্জ --বিক্রমপুর সমিতি ইফতার ও দোআ মাহফিল আয়োজন করা হয় 
প্রধান অতিথি  ছিলেন

মোঃমহিউদ্দিন, চেয়ারম্যান, মুন্সিগঞ্জ জেলা পরিষদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মুন্সীগঞ্জ -২ আসনের  সংসদ-সদস্য ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।

প্রধান বক্তা অত্র সমিতির উপদেষ্টা এম এম এনামুল হক।
সভাপতিত্ব করেনঃ অধ্যাপক ডাঃ মনিরুজ্জামান ভুইয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সমিতির মহাসচিব ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন এ্যাডঃ সানজিদা খানম এমপি।
সম্মানিত এটর্নি জেনারেল এ্যাডঃ মাহবুবে আলম।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাতারু মোশারফ হোঃ।

অধ্যাপক ডাঃ গোবিন্দ।
অধ্যাপক ডাঃ আবু ইউসুফ ফকির।
জাতীয় তাতী লীগ এর সভাপতি হারুন অর রশিদ ও
আওয়ামীলীগ নেতা গোলাম সারোয়ার কবির সহ সম্মানিত অতিথিবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: