ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
এরই নাম রজনীতি এরই নাম নেতার প্রতি অবিচল আস্থা মালাখানাগের আমিন যার দৃসটান্ত

সম্ভবনা ও সমৃদ্ধির আগ্রপথ যাএী, যদি মহিউদ্দিন আহমেদ হয় মুন্সীগঞ্জ -১ নৌকার মাঝি : আমিন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৫ জুন ২০১৮ ০২:৩৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৫ জুন ২০১৮ ০২:৩৮

এরই নাম রজনীতি এরই নাম নেতার প্রতি অবিচল আস্থা মালাখানাগের আমিন যার দৃসটান্ত । মালখানাগর ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক দৃঢ় আাশাবাদী ,

  1. মালখানাগর ইউনিয়ন আাওয়ামী যুবলীগ এর সাধারন সম্পাদক, আমার প্রানধিক ছোট ভাই আহসানুল ইসলাম আমিন, যেহেতু বিক্রামুর গেলে তার পারমিশন লাগে তাই তাকে বললাম এই ঈদ সম্পর্কে কিছু বলতে বিশেষ করে কর্মীদের অধিকার সম্পর্কে, তার প্রথম কথা ভাই দাদা (মহিউদ্দিন আহমেদ) যদি মুন্সী গঞ্জ -১

নৌকার নমিনেশন পায় তবে আমাদের অধিকার সুনিচ্চিত থাকবো।

তারপর বল্ল ভাই আমি লিখে দেই আপনি তা ছাপান

নেতাদের কথা শুনতে হয় আমি বললাম ঠিক আছে নিচে হবুহু লিখা হলো

ঈদ মোবারক

 

একমাস কঠিন সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে এলো পবিত্র ঈদ-উল-ফিতর।

রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এবং মুন্সীগঞ্জ-১(সিরাজদিখান-শ্রীনগর) বাসীর সুখদুঃখের সাথী সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মহিউদ্দিন আহমেদ এর পক্ষ থেকে জয় বাংলার সকল আদর্শিক নেতাকর্মীদের জানাই পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা ও অভিনন্দন।

সবার ঈদ হয়ে উঠুক নিরাপদ এবং আনন্দময়। আসুন আমরা স্বপ্ন দেখি এমন একটা স্বপ্নের,যে স্বপ্নে দূর হয়ে যাবে গ্লানি,দূর হয়ে যাবে জরা,আর খুশির প্লাবনে ভরে যাবে ধরা।

 

আহসানুল ইসলাম আমিন

সাধারণ সম্পাদক

মালখানগর ইউনিয়ন আওয়ামী যুবলীগ।

সাবেক সাধারণ সম্পাদক

মালখানগর ইউনিয়ন ছাত্রলীগ

পরিশেষ একটি বিষয় আমাকে প্রশ্নবিদ্ধকরে এই যে আমিনরা নিজের খেয়ে ধ্যানে জ্ঞানে নেতার জন্য জিবন বাজি রাখে নেতার কি এই কর্মীদের মূল্যায়ন করবে  তো   ???



আপনার মূল্যবান মতামত দিন: