যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট গত বুধবার অসুস্থ মাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে দেখতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ অবস্থায় স্কয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়।ডা. তৌহিদুজ্জামানের তত্ত্বাবধানে সিসিইউতে চিকিৎসা চলছে। চিকিত্সকরা জানিয়েছেন, এখনো শঙ্কা কাটেনি। তার সুস্থতা কামনায় ঢাকা মহানগর দক্ষিণের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হচ্ছে। হাসপাতালে তাকে দেখতে ভিড় জমাচ্ছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের হাজার হাজার নেতা-কর্মী।
তাছাড়া অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বস্ত্র ও পার্ট প্রতিমন্ত্রী মির্জা আজম, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ আওয়ামী লীগ, নুরুন্নবী চৌধুরী শাওন, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতারা। তারা বলছেন— ইসমাইল চৌধুরী সম্রাট শুধু তাদের রাজনৈতিক নেতা বা সহকর্মীই নয়, তাদের অভিভাবকও। যে কোনো রাজনৈতিক বা পারিবারিক যে কোনো বিপদে-আপদে তারা সম্রাটকে পাশে পান।
রোগমুক্তির জন্য যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে আয়োজন করা হয়। এদিকে ইসমাইল চৌধুরী সম্রাটের মাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকেও সম্রাট ও তার মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: