odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 9th January 2026, ৯th January ২০২৬

বিশ্বের শীর্ষস্থানীয় ৫০ জন শিক্ষকের তালিকায় স্থান পেলেন বাংলাদেশের শাহানাজ পারভিন

Admin 1 | প্রকাশিত: ২১ March ২০১৭ ০২:২৪

Admin 1
প্রকাশিত: ২১ March ২০১৭ ০২:২৪

বিশ্বের শীর্ষস্থানীয় ৫০ জন শিক্ষকের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের শাহানাজ পারভিন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ‘৫ম গ্লোবাল এডুকেশন ও স্কিলস ফোরামের’ সম্মেলনের দ্বিতীয় দিনে রোববার বিশ্বের ৫০ জন শিক্ষককে ‘গ্লোবাল টিচার্স প্রাইজ’ প্রদান করা হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিতিতে বাংলাদেশের শাহানাজ পারভিন পুরস্কার গ্রহণ করেন। এবছর কানাডার শিক্ষক ম্যাগী ম্যাকডোনাল্ড শীর্ষ স্থান লাভ করেছেন।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে জানানো হয়েছে, এই সম্মেলনে ৫০ জন শিক্ষককে গ্লোবাল টিচার্স প্রাইজ প্রদান করা হয়।
দু’দিনব্যাপী এ সম্মেলনে শিক্ষামন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন, দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল এস. বদিরুজ্জামান এবং কমার্শিয়াল কাউন্সেলর ড. রফিক আহমেদ।
এবারের সম্মেলনের মূল ফোকাস ছিল ২০৩০ সালের মধ্যে শিক্ষাক্ষেত্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন।
এবছর বিশ্বের বিভিন্ন দেশের ৪০ জন শিক্ষামন্ত্রী এ ফোরামে অংশগ্রহন করেন। এছাড়া ১৪০টি দেশের সরকারি ও বেসরকারি খাতের শিক্ষাবিদ, পরিকল্পনাবিদ, শিক্ষক এবং উর্ধ্বতন কর্মকর্তারা এ গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেন।



আপনার মূল্যবান মতামত দিন: