
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুইদিন ধরে অসুস্থ। সিজনাল ভাইরাস আর কান ও গলাবেথার জ্বরে ভুগছেন তিনি।
তার ব্যক্তিগত চিকিৎসক
ENT বিভাগীয় প্রধান ও
ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডা.আবু ইউসুফ ফকির
আমাদের অধিকার পত্র
এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অতিরিক্ত শারিলিক এবং মানষিক চাপ থেকে মানবীয় নার্ভ গুলো দূর্বল হয়ে যায় তখন এই ভাইরাস এটাক করে আর স্যারের শরিলে অসংখ sprinter আছে সেগুলো তখন সুযোগ নেয়, এ কারনে আমি স্যার কে বেড রেস্ট এর পরামর্শ দেই ।
কাজ প্রেমী স্যার আমার অনুরোধমত বাসা থেকে বের না হলেও অফিশিয়াল গুরুতর ফাইলে সই করেছেন ,
স্যার শীগ্রই আবার তার won style তার কাজ চালিয়ে জাবেন।
আ: মতিন হাওলাদার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থতার কারণে অফিসের সব কাজ বাসা থেকেই সামলাচ্ছেন ,স্যার সবার কাছে দোয়া চেয়েছেন ।
আপনার মূল্যবান মতামত দিন: