ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সিলেটের শিববাড়িতে বাড়ি ঘিরে অভিযান

Admin 1 | প্রকাশিত: ২৪ মার্চ ২০১৭ ২০:০৭

Admin 1
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৭ ২০:০৭

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

শুক্রবার ভোররাত থেকে পাঁচতলা ওই ভবনটি ঘিরে রাখা হয়েছে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি কমিশনার রোকনউদ্দিন জানিয়েছেন।

সকালে ওই এলাকায় গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও স্থানীয়দের কথায় জানা গেছে। 

রোকনউদ্দিন বলেন, “ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে বলে সন্দেহ করা হচ্ছে।” তবে অভিযান চলমান থাকায় এ ব্ষিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাননি তিনি।

পুলিশ ছাড়া অন্য কোনো বাহিনীর সদস্যরা এই অভিযানে আছে কি-না সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: