odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th December 2025, ৭th December ২০২৫
ইয়েমেনে গণবিক্ষোভ

গণবিক্ষোভের পর ইয়েমেনে সরকারের  বেতন বাড়ানোর ঘোষণা 

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ September ২০১৮ ১৭:৩৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ September ২০১৮ ১৭:৩৩

 

 
image_printPrint

এডেন, ৩ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ইয়েমেনের সরকার হাজার হাজার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে সম্মত হয়েছে।
এডেনে ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের প্রতিবাদে শত শত লোকের ব্যাপক বিক্ষোভের পর এই সিদ্ধান্ত নিল সরকার। চাকরিজীবীদের বেতন বাড়ানোর পাশাপাশি অবসরপ্রাপ্তদের পেনশনও বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
যুদ্ধরত দেশটির সরকার এক বছরের বেশি সময় ধরে কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে পারছে না। ডলারের বিপরীতে দেশটির মুদ্রার মান ব্যাপক হ্রাস পেয়েছে।
ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা নিউজ জানিয়েছে, রিয়াদে রোববার রাতে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত প্রেসিডেন্ট আব্দেরাব্বো মানসুর হাদির সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে দেশটির সরকারি চাকরীজীবীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় অবসরপ্রাপ্ত ও কন্ট্রাক্টরদের পেনশন ও মজুরি বৃদ্ধিরও ঘোষণা দেয়া হয়।
হাদি ২০১৫ সাল থেকে সৌদি আরবে অবস্থান করছেন।
কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
কয়েকশ বিক্ষুব্ধ মানুষ এডেনের রাস্তায় নেমে আসার কয়েকঘন্টার মধ্যেই এই সিদ্ধান্তটি নেয়া হল।
বিক্ষোভকারীরা প্রধান সড়কগুলোতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা সরকারি সহায়তার দাবি জানায়।

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন: