
শ্রীনগর ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধ প্রক্রিয়ায় ঔষধ উৎপাদন করায় ইউকে হেলথ কেয়ার ল্যাবরোটরীজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত ৪ সেপ্টেম্বর জাতীয় দৈনিক, আঞ্চলিক ও অনলাইন পোর্টালসহ বিভিন্ন গণমাধ্যমে ”ছাড়পত্রবিহীন নোংরা পরিবেশে ঔষধ উৎপাদন করছে ইউকে হেলথ কেয়ার ল্যাবরোটরীজ” শিরোনামের সংবাদটি ছাপা হলে ঐদিনই বিকেল ৩টায় ভ্রাম্যমান আদালত চালিয়ে এই জরিমানা করেন ।
এ সময় অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম। তার সঙ্গে ছিলেন ইউএনও সৈয়দ রেজাউল ইসলাম, সেনেটারী ইন্সপেক্টর নাররিন সুলতানা, শ্রীনগর থানার এসআই আশিক সহ সংগীয় ফোর্সগণ। ইউএনও মোঃ জাহিদুল ইসলাম জানান, নোংরা পরিবেশ, অবৈধ উপায়ে ঔষধ উৎপাদন ও সুসজ্জিত ল্যাব না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন কারখানাটি থেকে ঔষধ ও কাঁচা মালের নমুনা নিয়ে আসা হয়েছে। এ গুলো জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পেয়ে পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে । তবে বর্তমানে প্রতিষ্ঠানটিকে ঔষধ উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ঔষধ প্রশাসন বরাবর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করনের জন্য আবেদন দেয়া হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: