“আমরা স্পষ্টভাষায় বলতে চাই, সরকার এটাকে (জঙ্গিবাদ) আসলে সমাধান করতে চায় না। তারা এটাকে জিইয়ে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। জঙ্গিবাদ যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয়, সেই আহ্বান আমরা জানাচ্ছি।”
ঢাকায় বিমানবন্দরের সামনে পুলিশ বক্সে বিস্ফোরণে এক ব্যক্তির প্রাণ হারানোর পরদিন শনিবার বিএনপি মহাসচিব যখন নয়া পল্টনে এক অনুষ্ঠানে একথা বলছিলেন, তখন সিলেটে একটি জঙ্গি আস্তানায় চলছিল সেনাবাহিনীর অভিযান।
বিভিন্ন ঘটনায় বিএনপিকে দোষারোপের সমালোচনা করে ফখরুল বলেন, “সঠিক সত্য অনুসন্ধান না করে, তদন্ত না করে যদি প্রথমেই এই ধরনের উক্তি করা হয়, যাদের জড়ানো হচ্ছে, তাদেরকে যদি হত্যা করা হয়, তাহলে কোনো দিনই সত্য উদ্ঘাটন হবে না।
“সেজন্য আমরা বার বার বলে আসছি, সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য তৈরি করে, সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে এটাকে প্রতিরোধ করতে হবে। আর সঠিক সত্য উদ্ঘাটন করতে হবে- কারা এই কাজের সাথে জড়িত, কারা মদদ দিচ্ছে। নইলে আসল যারা ক্রিমিনাল, তারা বাইরেই থেকে যাবে।”
স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়াউর রহমানকে নিয়ে এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন ফখরুল। বিএনপির সহযোগী সংগঠন যুবদল এই প্রদর্শনীর আয়োজন করে।
যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ফিতা কেটে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
প্রদর্শনীতে একাত্তরে মুক্তিযোদ্ধাবেশে, রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে, রাষ্ট্রপ্রধান হিসেবে খাল কাটাসহ নানা কর্মসূচিতে জিয়াউর রহমানের ছবি স্থান পায়।
অনুষ্ঠানের উদ্বোধনের পর প্রদর্শনীস্থল ঘুরে দেখেন বিএনপি মহাসচিব।
আপনার মূল্যবান মতামত দিন: