-2018-09-03-19-46-00.jpeg)

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে রবিবার বিকাল ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কক্ষে যায় প্রতিনিধি দলটি।
ফখরুল বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি দেখার প্রতিশ্রুতি দিয়েছেন।
ফখরুল বলেন, তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বলেছেন, যারা দায়িত্বে আছেন মন্ত্রণালয়ের সচিব ও আইজি প্রিজনসসহ অন্যদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন। বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন, তাদের পরামর্শ নিয়ে ব্যবস্থা নেবেন।
প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও মির্জা ফখরুল।
আপনার মূল্যবান মতামত দিন: