ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

বিএসএফের সঙ্গে সংঘর্ষে ৩ বাংলাদেশি আহত

Admin 1 | প্রকাশিত: ২৬ মার্চ ২০১৭ ০৯:০৬

Admin 1
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৭ ০৯:০৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে সংঘর্ষে তিন বাংলাদেশি আহত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার কিরণগঞ্জ বিওপির জমিনপুর সীমান্তের শূন্যরেখায় সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আবুল এহসান জানান।

আহতরা হলেন উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর পশ্চিমপাড়া গ্রামের মোতালেব (৪০), সায়েদ (৩৯) ও দুরুল হোদা (৪০)।

বিজিবি কর্মকর্তা বলেন, শনিবার দুপুরে জমিনপুর পশ্চিমপাড়া গ্রামের কয়েকজন শূন্যরেখায় মাছ ধরতে যায়। এ সময় আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮০ এর কাছে ভারতীয় চুরি অনন্তপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের বাধা দিলে গ্রামবাসী লাঠিসোঠা নিয়ে নিয়ে হামলা চালায়।

“একপর্যায়ে বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে তিন বাংলাদেশি আহত হয়। পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে গোপনে চিকিৎসা দেয়।”

তিনি বলেন, এ ঘটনার পর বেলা সাড়ে ৩টায় বিএসএফ ও বিজিবি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ ঘটনার জন্য বাংলাদেশিকে দায়ী করে এবং হামলায় পাঁচ বিএসএফ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে।

তবে বিজিবির পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।

 



আপনার মূল্যবান মতামত দিন: