ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

Admin 1 | প্রকাশিত: ২৭ মার্চ ২০১৭ ০৯:৪০

Admin 1
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৭ ০৯:৪০

বাংলাদেশের সব জেলার পুলিশকে সর্বোচ্চ সর্তক থেকে কাজ করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

সেনাবাহিনীর অভিযানের মধ্যেই জঙ্গিদের হামলায় দুজন পুলিশ সদস্যসহ মোট ছয়জন নিহত হয়। এমন অবস্থায় পুলিশকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দেয়া হয়েছে পুলিশের সদর দপ্তর থেকে।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন "পুলিশ মনে করছে তারা জঙ্গিদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সেজন্যই হয়তো এ নির্দেশ দেয়া হয়েছে। আরেকটা কারণ হলো পুলিশ যেন সতর্ক থাকে এবং সামনে দিয়ে সন্দেহজনক কিছু গেলে যেন পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়"।

"অনেকদিন ধরে পরিস্থিতি ঠান্ডা থাকাতে পুলিশরাও একটু গা-ছাড়া হয়েছিল আইজিপি এমন করছেন হয়তো, সেজন্যই এধরনের সতর্ক নির্দেশ আসতে পারে" -বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এদিকে সিলেটে জঙ্গি হামলায় নিহত দুজন পুলিশ সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। আজ দুপুরে সিলেট পুলিশ লাইনসে জানাজা অনুষ্ঠিত হয়। শিববাড়ি এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে গতরাত থেকেই।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অভিযান শেষ না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: