ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের ভিসা আরও সহজ হল

Admin 1 | প্রকাশিত: ২৯ মার্চ ২০১৭ ১১:২৩

Admin 1
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৭ ১১:২৩

এর অংশ হিসেবে টুরিস্ট ভিসা প্রত্যাশীরা ভ্রমণের তারিখের তিন মাস আগে নিশ্চিত বিমান টিকেটসহ আবেদন নিয়ে সরাসরি ভিসা সেন্টারে সাক্ষাৎ করতে পারবেন।

আগামী ১ এপ্রিল থেকে রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ, বরিশাল এবং ঢাকার মিরপুরের ভিসা এপ্লিকেশন সেন্টারে এই নিয়ম কার্যকর হবে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় হাই কমিশন।

এর মধ্যে মিরপুরের ভিসা আবেদন কেন্দ্রটি শনিবার শুধু নারী আবেদনকারীদের জন্য খোলা থাকে।

বর্তমানে যাত্রার এক মাস আগে ‘কনফার্মড’ টিকেট নিয়ে ভিসা সেন্টারে সরাসরি সাক্ষাৎ করে আবেদনপত্র জমা দেওয়া যায়।

ঢাকায় নারী ভ্রমণকারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রথমবারের মত সরাসরি টুরিস্ট ভিসার আবেদন নেওয়ার এই ব্যবস্থা চালু হয়েছিল গতবছর অক্টোবরে। পরে তা সব আবেদনকারী এবং ঢাকার বাইরের সব ভিসা সেন্টারের ক্ষেত্রেও চালু হয়।

ভারতীয় হাই কমিশন জানিয়েছে, এই ব্যবস্থায় আবেদনকারী বিমান, ট্রেন ও অনুমোদিত বাস সার্ভিসের নিশ্চিত টিকিট সঙ্গে নিয়ে সরাসরি ভিসা সেন্টারে সাক্ষাৎ করতে পারেন।

নয়টি ভিসা সেন্টারে তারা নিজেদের ও পরিবারের সদস্যদের জন্য টুরিস্ট ভিসার আবেদন জমা দিতে পারেন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট তারিখ ছাড়াই।

এই পদক্ষেপগুলোর মাধ্যমে ভারতীয় ভিসাপ্রাপ্তি সহজ এবং দুই দেশের মানুষের যোগাযোগ আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে ভারতীয় হাই কমিশন।



আপনার মূল্যবান মতামত দিন: