
অধিকারপত্র ডেক্স:সরকারের শেষ সময়ে এসে একনেকের এক বৈঠকেই অনুমোদন দেয়া হলো ৩৯টি প্রকল্প, যার মধ্যে ৩১টিই নতুন। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে ৮৬ হাজার ৬৮৬ কোটি ৯৫ লাখ টাকা। রোববার বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রাখতেই এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
রেলওয়ের পশ্চিমাঞ্চলকে রাজধানীর সঙ্গে যুক্ত করেছে জয়দেবপুর-ঈশ্বরদী সেকশন। বর্তমানে এই রুটে একটি লাইন থাকায় নানা সমস্যা হচ্ছে ট্রেন পরিচালনায়। তাই যাত্রী ও পণ্য পরিবহন চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। বর্তমান লাইনের পাশে ১৬২ কিলোমিটার অংশে দ্বিতীয় লাইন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
রোববার এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে একনেক সভায়। ২০২৪ সালের মধ্যে বাস্তবায়ন হবে প্রকল্পটি। ব্যয় হবে ১৪ হাজার ২৫০ কোটি টাকা, এরমধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার ৪৯৩ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য থাকবে ৮ হাজার ৭৬৫ কোটি টাকা।
সভায় কক্সবাজার বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণ, কর্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মাণের সংশোধিত প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়া বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ প্রকল্পেরও অনুমোদন দিয়েছে একনেক।
আপনার মূল্যবান মতামত দিন: