ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

লক্ষ্মীপুরে ধর্ষণের দায়ে চারজনের মৃত্যুদণ্ড

Admin 1 | প্রকাশিত: ৩০ মার্চ ২০১৭ ১১:৪৯

Admin 1
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৭ ১১:৪৯

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এক নারীকে ধর্ষণের দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম এই রায় দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ছানা উল্লাহ (৩৫), মো. রহিম (২৫), মো. হারুন (৩০) ও আবুল কাসেম ওরফে কাসেম মাঝি (৩০)। তাঁরা কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর রাতে কমলনগর উপজেলার একটি গ্রামে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করেন কয়েকজন ব্যক্তি। এ ঘটনায় ২০১৪ সালের ২৯ ডিসেম্বর ওই গৃহবধূর স্বামী নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে কমলনগর থানায় মামলা করেন। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহম্মদ তদন্ত শেষে ২০১৫ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত গতকাল চারজনের মৃত্যুদণ্ড ও একজনকে খালাসের আদেশ দেন। এ ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ জনের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সহকারী সরকারি কৌঁসুলি আবুল বাসার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
আসামিপক্ষের আইনজীবী মো. শাহ আলম বলেন, তাঁরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: