
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ক্যানসার চিকিৎসায় অত্যাধুনিক রেডিওথেরাপি (কোবাল্ট-৬০) সেবা কার্যক্রম চালু হয়েছে।
মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে চমেক হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের একটি কক্ষে এটির উদ্বোধন করেন সিটি মেয়র অা জ ম নাছির উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন অাহমদ, চমেকের উপাধ্যক্ষ প্রদীপ কুমার, চট্টগ্রামের বিএমএ সভাপতি ডা. মো. মুজিবুল হক, সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী, রেডিওথেরাপি সার্জন অালী অাজগর প্রমুখ।
অা জ ম নাছির উদ্দীন বলেন, নোয়াখালী থেকে টেকনাফ পর্যন্ত বৃহত্তর এ চট্টগ্রামের মানুষজন কম খরচে ক্যানসারের চিকিৎসাসেবা পাবেন। লাখো ক্যানসার রোগীর জন্য কোবাল্ট-৬০ মেশিনটি অাশীর্বাদস্বরুপ। এখন থেকে ক্যানসারের কোনো রোগীকে বিদেশ কিংবা চট্টগ্রামের বাইরে যেতে হবে না।
মেয়র এসময় অারও কম খরচে কীভাবে চিকিৎসাসেবা দেওয়া যায়, সেই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে বিবেচনা করার অনুরোধ জানান।
আপনার মূল্যবান মতামত দিন: