
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ “প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজদিখানে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহের অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল নয়টায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জন্মনিয়ন্ত্রণের দীর্ঘমেয়াদী পদ্ধতি ইমপ্ল্যান্ট ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যম্পে ২৯ জন মহিলাকে ৩ ও ৫ বছর মেয়াদী ইমপ্ল্যান্ট সেবা প্রদান করা
হয় এবং ২ জনকে ৩ মাস মেয়াদী ইনজেকটেবল, ২ জনকে খাবার বড়ি(সুখী) প্রদান করা হয়। তাছারা ০-৫ বছরে বয়সি ১২ জন শিশু, ১ জন
কিশোর, ৪ জন কিশোরীর, ৭জন মহিলা, ২ জন পুরুষকে সাধারণ স্বাস্থ্য
সেবা দেওয়া হয়। এছাড়াও মা ও শিশু স্বাস্থ্য, কিশোর - কিশোরীদের
স্বাস্থ্য শিক্ষার উপরে কাউন্সিলং করা হয়।
এসময় ক্যাম্পে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা
জনাব মোঃ জিয়াউল আলম, ডাঃ মোঃ শহিদুল ইসলাম খন্দকার (এমও-
এমসিএইচ), ডাঃ শামসুন্নাহার নওরিন (এমও- এমসিএইচ), পিযুষ
চন্দ্র রায় (পরিবার পরিকল্পনা পরিদর্শক- বাসাইল ইউনিয়ন), দিলীপ কুমার
নাথ (উপঃ সহঃ কমিউনিটি মেডিকেল অফিসার), হাবিবা রশীদ (পরিবার
পরিকল্পনা পরিদর্শিকা) অনামিকা মন্ডল (পরিবার পরিকল্পনা সহকারী) সাথী
আক্তার (পরিবার পরিকল্পনা সহকারী) সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মূল্যবান মতামত দিন: