ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

অপারেশন মেক্সিমাস

Admin 1 | প্রকাশিত: ৩১ মার্চ ২০১৭ ২৩:২১

Admin 1
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৭ ২৩:২১

মৌলভীবাজার শহরের বড়হাট এলাকার ‘জঙ্গি আস্তানায়’ আজ শুক্রবার অভিযান চালানো হচ্ছে। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন মেক্সিমাস’।

অভিযানে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে আছে সোয়াট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট এই অভিযানে সহযোগিতা করছে।

পুলিশের ভাষ্য, বড়হাট এলাকার আবুশাহ দাখিল মাদ্রাসা গলির দোতলা একটি বাড়িতে জঙ্গি আস্তানাটি অবস্থিত। গত মঙ্গলবার দিবাগত রাতে বাড়িটি জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করে ঘিরে রাখে পুলিশ। বুধবার ওই আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। গতকাল দিনভর বাড়িটি থেকে কোনো সাড়াশব্দ পাওয়া না গেলেও গভীর রাতে গুলি-বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বড়হাট এলাকার ‘জঙ্গি আস্তানার’ দিকে যাচ্ছে সোয়াট। ছবি: আনিস মাহমুদ

বুধবার ভোরে শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামে আরেকটি জঙ্গি আস্তানা শনাক্ত হয়। প্রায় ৩৪ ঘণ্টা ঘিরে রেখে সেখানে ‘অপারেশন হিট ব্যাক’ নামে অভিযান চালায় পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে নাসিরপুরের জঙ্গি আস্তানায় অভিযানের সমাপ্তি টানা হয়। সেখানকার জঙ্গি আস্তানা থেকে ‘ছিন্নভিন্ন সাত থেকে আটজনের লাশের অংশ’ পাওয়ার কথা জানায় পুলিশ।

কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম গতকালই জানিয়েছিলেন, নাসিরপুরে অভিযান শেষ করার পর বড়হাটের জঙ্গি আস্তানায় পুরোদমে অভিযান শুরু করা হবে।

বড়হাট এলাকায় মাইকিং করছে পুলিশ। ছবি: আনিস মাহমুদ

নাসিরপুরের অভিযান শেষে বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান শুরুর জন্য প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সকালে অভিযান শুরু হয়।

বড়হাটের লোকজন জানান, গতকাল দিবাগত রাত তিনটার দিকে তাঁরা জঙ্গি আস্তানার কাছ থেকে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। এরপর থেমে থেমে গুলির শব্দ পেয়েছেন। সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার দিকেও গুলির শব্দ শোনা যায়।



আপনার মূল্যবান মতামত দিন: