
অধিকারপত্র: গতকাল যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস, দন্ত ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়। মিরকাদিম পৌরসভাস্থ মুন্সিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই স্বাস্থ্যসেবার আয়োজন করা হয়।
এখানে প্রায় সাড়ে চার হাজার রোগীর চিকিৎসাপত্রসহ বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ৪৩০ জন রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য বাছাই করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক মো. ইসমাইল হোসেন সিরাজী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ, উপ ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. সাইফুদ্দীন আহমদ, মো. মোফাজ্জল হোসাইন, মো. আব্দুস সালাম, মানব সম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ প্রমুখ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্লেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. জহির উদ্দিন প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: