ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ভারতীয় সেনাপ্রধান ঢাকায়

Admin 1 | প্রকাশিত: ১ এপ্রিল ২০১৭ ০০:০০

Admin 1
প্রকাশিত: ১ এপ্রিল ২০১৭ ০০:০০

ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত তিন দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ঢাকায় এসে পৌঁছেছেন। তাঁর সঙ্গে চার সদস্যের প্রতিনিধি দল রয়েছে। তিনি ভারতের বিশেষ বিমানযোগে আজ শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছান।

বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, কুর্মিটোলায় ভারতীয় সেনা প্রধান ও প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান।

সফরকালে ভারতীয় সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একটি যুদ্ধক্ষেত্রসহ কয়েকটি সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

ভারতীয় সেনাপ্রধানের নেতৃত্বে প্রতিনিধিদলটি আগামী ২ এপ্রিল ঢাকা ছাড়বেন।



আপনার মূল্যবান মতামত দিন: