ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

অভিযান স্থগিতের পর গুলি, বিস্ফোরণ

Admin 1 | প্রকাশিত: ১ এপ্রিল ২০১৭ ০৯:১৬

Admin 1
প্রকাশিত: ১ এপ্রিল ২০১৭ ০৯:১৬

মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ আজকের মতো স্থগিত ঘোষণার পর মুহুর্মুহু গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ শুক্রবার রাত আটটার দিকে প্রথমে গুলি, পরে বিস্ফোরণ এবং পরে আবার একটানা গুলির শব্দ শোনা গেছে।

বড়হাট এলাকার আবুশাহ দাখিল মাদ্রাসা গলির দোতলা একটি বাড়িতে জঙ্গি আস্তানা ঘিরে আজ অভিযান চালায় পুলিশ। ‘অপারেশন ম্যাক্সিমাস’ নামের এই অভিযানে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে আছে সোয়াট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযানে সহায়তা করছে। অভিযান চলাকালে একাধিকবার গুলি ও বিকট বিস্ফোরণের শব্দে শোনা যায়। দিনভর অভিযান শেষে সন্ধ্যায় এক ব্রিফিংয়ে আজকের মতো অভিযান শেষ করার কথা জানান কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, আগামীকাল সকালে আবার অভিযান চলবে। অভিযান স্থগিত করার ঘণ্টা খানেকের মধ্য আবার ওই আস্তানা থেকে রাত আটটার দিকে প্রথমে কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এরপর বিস্ফোরণের শব্দ এবং একটানা ৩০ সেকেন্ড গুলির শব্দ শোনা যায়। এরপর রাত সোয়া আটটার দিকে বৃষ্টি নামে। এর কয়েক মিনিট পরে মুহুর্মুহু গুলির শব্দ শোনা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: