
ভারত থেকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে রাজধানীতে আসবে প্রায় তিনশ কেজি গাজা। আগে থেকেই এমন তথ্য ছিলো গোয়েন্দা পুলিশের কাছে। যার ভিত্তিতে উত্তরায় একটি ট্রাক আটক করে গোয়েন্দারা।
তবে পুরো ট্রাকে তল্লাসী করে খোঁজ মেলেনি গাজার ।পরে আটক তিন আসামীকে গোয়েন্দা কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদে জানা যায় ট্রাকের ভেতরে নতুন বসানো পাটাতনে গাজা রয়েছে।
দুই বাংলার বেশ কিছু চোরাকারবারির সহায়তায় ভারত থেকে প্রতিদিন আসছে শতশত কেজি গাঁজা। অভিনব কায়দায় ছড়িয়ে দেয়া হচ্ছে রাজধানীসহ সারা দেশে। গোয়েন্দা পুলিশ বলছে, সম্প্রতি বেশ কয়েকটি চালান আটকের পর জিজ্ঞাসাবাদে এ সব জানিয়েছে গ্রেপ্তারকৃতরা।
আবারও ট্রাকে তল্লাসী করলে বেরিয়ে আসে শতশত কেজি গাজা। গোয়েন্দা পুলিশ বলছে, গাজা আনার জন্য বিশেষ কায়দায় এই ট্রাকটি তৈরী করা হয়েছে।
আটককৃতরা জানায় প্রতি মাসে ভারত থেকে শুধু তাদের মাধ্যমেই প্রায় তিন হাজার কেজি গাজা পাচার হয় রাজধানীসহ সারা দেশে। আর প্রতিটি চালান ডেলিভারিতে তারা পায় ১৫ হাজার টাকা।
গোয়েন্দা পুলিশ বলছে, নির্বাচনের পর আবারও রাজধানীতে মাদকের সরবরাহ বেড়েছে। গত কয়েকমাসে গাজা বহনকারী এমন অভিনব ৮ থেকে ১০টি ট্রাক আটক হয়েছে। আর জব্দকরা গাজার পরিমান হাজার কেজির ওপরে।
দেশের ভেতর যতই অভিযান চালানো হোক না কেন, সীমান্তে মাদক পাচার বন্ধ না হলে পুরোপুরি নিমূল করা যাবে না মাদকের বিস্তার।
আপনার মূল্যবান মতামত দিন: