-2018-09-29-03-53-36.jpg)
অগ্নিকাণ্ডে দগ্ধদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাকার অভাবে যেনো তাদের চিকিৎসা ব্যাহত না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধদের দেখতে এসে এ তথ্য জানান দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, চিকিৎসার ব্যাপারে যেনো কোনো গাফিলতি না হয়। টাকার জন্য যেনো দগ্ধদের চিকিৎসায় বিঘ্ন না ঘটে। চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে।
এনাম বলেন, আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দগ্ধদের চিকিৎসার জন্য ২০ লাখ টাকা ডা. সামন্ত লাল সেনের কাছে দিয়ে গেলাম। প্রয়োজনে আরো টাকা দেওয়া হবে।
এদিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৯ জনের অবস্থাই আশঙ্কাজনক। এদের ৪ জনকে আইসিইউ এবং ৫ জনকে কেবিনে রাখা হয়েছে। এদের শরীরের ৬৫ থেকে ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, দগ্ধ মোট ১ ৮জন বার্ন ইউনিটে এসেছিলো। এদের ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: