ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

চোখ খুলে তাকিয়েছেন কাদের: সৈয়দ আলী হাসান

gazi anwar | প্রকাশিত: ৩ মার্চ ২০১৯ ১৮:৫৬

gazi anwar
প্রকাশিত: ৩ মার্চ ২০১৯ ১৮:৫৬

চোখ খুলে তাকিয়েছেন কাদের

স্টাফ করেসপন্ডেন্ট

ওবায়দুল কাদেরের চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী হাসান বলেছেন,
২৪ থেকে ৭২ ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। এখনো উনি ক্রিটিকাল অবস্থায় আছেন। ওনার সুস্থতার জন্য দেশবাসীর কাছে আমি দোয়া প্রার্থনা করছি। এই অবস্থায় চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠালে স্ট্যাবিলিটি আনস্ট্যাবল হয়ে যেতে পারে।

রবিবার (৩ মার্চ) বিএসএমএমইউ-এর মিল্টন হলে এক সংবাদ সম্মেলেন সাংবাদিকদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন তার কাছে এসে ডাকলেন,তিনি চোখ মিটমিট করে তাকাচ্ছিলেন। আর রাষ্ট্রপতি যখন ডাকলেন তিনি চোখ বড় করে তাকিয়ে ছিলেন। আমাদের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম যখন ডাকলেন তখনও তিনি কিন্তু তিনি চোখ খুলে তাকিয়ে ছিলেন।

প্রধানমন্ত্রী তারা চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার বিষয়ে আমাদের বলেছেন যারা চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত তারা যদি মনে করেন, তবে তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে। আর আমরা যদি প্রয়োজন মনে না করেন কিংবা যদি মনে করি তাকে পাঠানো হলে অবস্থার অবনতি হতে পারে তাহলে তাকে পাঠানো হবে না।

তিনি আরও বলেন, তারপরও বাইরে থেকে যদি কেউ চিকিৎসার জন্য আসেন তাহলে আমরা দেখব তাদের প্রয়োজনীয় লোকবল, এক্সপার্টিজ সবকিছু আছে কিনা। এয়ার অ্যাম্বুলেন্সের কন্ডিশনও বিবেচনায় আনতে হবে। আকাশে অবস্থা খারাপ হলে সাপোর্ট দিতে পারবে কিনা সেটাও বিবেচনায় আনতে হবে। সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবো।

কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আলী আহসান সর্বশেষ পরিস্থিতি নিয়ে বলেন, ওনার রাত সাড়ে তিনটার দিকে অ্যাটাকটা হয়। ওনার বাসা থেকে আমাদের এখানে কল করা হয়। তখন আমাদের একজন ডাক্তার ওনার বাসায় যায় এবং ওনার অবস্থা দেখে নিজে ড্রাইভ করে সরাসরি আইসিসিইউ তে ভর্তি করান। আমি যখন কল পাই তখন ৮ টা।

এরপর ওবায়দুল কাদেরের চিকিৎসায়য় নেওয়া পদক্ষেপগুলো তুলে তিনি বলেন, দুই ঘন্টা ওনি খুব ভাল ছিলেন। তারপর দেখা গেল, প্রেশার আবার কিছুটা কমে যাচ্ছে। আবারও কিছুক্ষণ পর ওঠে। অনেক রকম প্রবলেম দেখা দিল।তখন আমরা সবাই মিলে পরামর্শ করে ঠিক করলাম যে, আইবিপিপি প্রতিস্থাপন করবো। এই যন্ত্র প্রেশারকে মেইনটেইন করে। সেটা দেওয়ার পরে হোমোডেকাইনামিলি এস্টাবল আছেন। চোখ খুলছেন, কথা বলছেন কিন্তু ক্রিটিক্যালি স্ট্রেজেই বলবো। এখনও ক্রিটিক্যাল স্ট্রেজেই আছেন। ওনি পা নড়ার চেষ্টা করছেন। কথাবার্তা বলার চেষ্টা করছেন। এখন এই অবস্থায়য় আছেন ওনি। আমরা আরও কিছুক্ষণ দেখবো এই হেমোডেনাইমিক স্ট্রাবল যদি স্টাবিলিটি দেয়, কিছুক্ষণ স্টাবল থাকে তাহলে আমাদের সিদ্ধান্ত দুইটা হবে। আমরা মেডিকেল থেরাপি বা বাইপাস সার্জারি করবো। অন্যান্য যে নালীগুলোয় ব্লক আছে।

ওবায়দুল কাদের চিকিৎসার জন্য সিংগাপুর থেকে একটি মেডিক্যাল টিম আসছে কিনা এ বিষয়টি জানতে চাইলে বিএসএমএমইউ- এর ভিসি কণক কান্তি বলেন, এ বিষয়টি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর কার্যালয়ের। আমরা জানি না।

ব্রেকিংনিউজ /আরএইচ



আপনার মূল্যবান মতামত দিন: