র্আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের অবস্থা উন্নতির পথে কিন্তু এখনো স্থিতিশীল নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রবিবার সন্ধ্যার দিকে ব্রিফিংকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ চিকিৎসকরা এ কথা জানান।
হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আলী আহসান সাংবাদিকদের জানান, ওবায়দুল কাদেরের (স্বাস্থ্যের) উন্নতির ব্যাপারে আশাবাদী, কিন্তু তিনি এখনো শঙ্কামুক্ত নন। এটা সময়ের ব্যাপার।
‘কাদের চোখ মেলছেন এবং ডাকে সাড়া দিচ্ছেন’ জানিয়ে অধ্যাপক আলী আহসান বলেন, ‘যদি তার অবস্থা স্থিতিশীল থাকে, তাহলে আমরা বাইপাস সার্জারির দিকে যাবো।’
এসময় বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়াও সাংবাদিকদের বলেন, ‘কাদের অন্যদের ডাকে সাড়া দিচ্ছেন।’
এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জানিয়েছেন চিকিৎসকদের সম্মতি নিয়েই অসুস্থ মন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া হবে।
সিঙ্গাপুরের মেডিকেল টিম কখন আসতে পারে, জানতে চাইলে বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বলেন, ‘এটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটর করা হবে। যদি টিমে পর্যাপ্ত ম্যান পাওয়ার, বিশেষজ্ঞ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকে, তাহলেই আমরা তাকে যাওয়ার (অ্যালোও) অনুমতি দেবো।’
এসময় অন্যদের মধ্যে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুনসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ বিভিন্নস্তরের রাজনৈতিক নেতা-কর্মীর কাদেরকে দেখতে হাসপাতালে ছুঁটে যান।
রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউ এর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর এনজিওগ্রাম করা হলে কাদেরের আর্টারিতে তিনটি ব্লক ধরা পড়ার কথা জানান চিকিৎসকরা। যার মধ্যে একটি ব্লক অপসারণের কথাও জানানো হয়েছিল।
আপনার মূল্যবান মতামত দিন: