odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

জঙ্গিমুক্ত, সুস্থ দেশ গড়তে ভূমিকা রাখবে চলচ্চিত্র : তথ্যমন্ত্রী

Admin 1 | প্রকাশিত: ৪ April ২০১৭ ০৯:৪৫

Admin 1
প্রকাশিত: ৪ April ২০১৭ ০৯:৪৫

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিমুক্ত, সুস্থ, সুন্দর গণতন্ত্রের বাংলাদেশ গড়তে এদেশের চলচ্চিত্র সুদৃঢ় ভূমিকা রাখবে।
জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)তে দিবসের কর্মসূচির উদ্বোধন ঘোষণা ও স্মরণিকার মোড়ক উন্মোচনকালে তিনি একথা বলেন।
সাম্প্রদায়িকতা, কুসংস্কার ও বৈষম্য থেকে মুক্তির পথ দেখাতে চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম এ কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলচ্চিত্র যে পূণর্জাগরণের সূচনা হয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টা সেই ধারা আরো বেগবান হবে।
তিনি বলেন,বিএফডিসি প্রতিষ্ঠার মাধ্যমে জাতির পিতা চলচ্চিত্র জগতে যে নূতন অধ্যায়ের সূচনা করেছেন, তা বাঙ্গালি জাতীয়তাবাদের চেতনাকে বেগবান করেছে, স্বাধীনতা যুদ্ধে বাঙ্গালিদের প্রেরণা যুগিয়েছে’।
তথ্যমন্ত্রী বলেন,চলচ্চিত্র জড়িয়ে আছে আমাদের জীবনের সাথে। চলচ্চিত্র আমাদের অতীতকে স্মরণ করতে, বর্তমানকে আনন্দময় করতে এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাতে শেখায় ।
অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ এমপি, জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির সভাপতি নায়করাজ রাজ্জাক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, অভিনেতা হাসান ইমাম, অভিনেত্রী অঞ্জনা রহমান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ চলচ্চিত্র অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।



আপনার মূল্যবান মতামত দিন: