ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সিরাজদিখানে বিশ্ব যক্ষা দিবস পালিত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯ ১৯:১৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯ ১৯:১৮


সিরাজদিখানে বিশ্ব যক্ষা দিবস পালিত
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ
“এখনই সময় অঙ্গীকার করার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার” এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সিরাজদিখান স্বাস্থ্য বিভাগ, সিরাজদিখান ব্র্যাক সংস্থার উদ্যোগে গতকাল রোববার সকাল সারে ১০টায় সিরাজদিখান ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ বদিউজ্জামানের এর নেতৃত্বে র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে বিশ্ব যক্ষা দিবসের তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ বদিউজ্জামান, ডাঃ মনির হোসেন,ডাঃ ফরিদুল হক, মোঃ আলমগীর গাজী, ব্র্যাক সিরাজদিখান প্রতিনিধি মাহবুব ও এইচ আর এল এস অফিসার ইসমাইল হোসেন, ব্র্যাক এফও(সিইপি) মাধবী রাজবংশী , ব্র্যাক পিও টিভি মোঃ হাসান আলী,আসমা –উল-হোসনা। সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক সিরাজদিখান উপজেলা প্রতিনিধি মোঃ মাহবুব । যক্ষারোগ নিয়ন্ত্রণে ও সঠিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে মর্মে সভায় বক্তারা বক্তব্য রাখেন। এছাড়া বক্তারা বিনামূল্যে যক্ষারোগের ঔষুধ ও স্বাস্থ্যসেবা গ্রহণের প্রচাররণা চালানোর জন্য সকলের প্রতি আহবান জানান ।
মোহাম্মদ রোমান হাওলাদার
মোবা-০১৭১০৪৭১৯৪৭
তারিখ-২৪/০৩/২০১৯ খ্রিঃ।

 



আপনার মূল্যবান মতামত দিন: