
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বাধীনতা মাসে শহীদদের স্মরণে বিণামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। গতকাল বুধবার সকালে ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। উপজেলা মোড়ে আলাউদ্দিন কমপ্লেক্সর হাসপাতাল কক্ষে সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রায় ২ শতাধীক বিভিন্ন রোগীকে বিণামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ইকবাল হোসেন জানান, প্রতি বছর স্বাধীনতার মাসে আমরা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ ও রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি। এবারও তার ব্যতিক্রম নয়। বাত-ব্যথা, চর্ম-যৌন, মা ও শিশু, নাক-কান-গলাসহ অনেক চিকিৎসক রোগী দেখছেন। এছাড়া রক্তের গ্রæপ নির্ণয় ও ডায়াবেটিক বিনামূল্যে পরীক্ষা করা হয়েছে। এ সময় ডাঃ মোঃ আব্দুর রশিদ, ডাঃ দেবাশিষ কুন্ডু, ডাঃ হোসাইনসহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
মোঃ রোমান হাওলাদার
মোবা-০১৭১০৪৭১৯৪৭
তারিখ-০৩/০৪/২০১৯ খ্রিঃ।
আপনার মূল্যবান মতামত দিন: