
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে এশিয়ার প্রতিবেশী দেশ এবং রাশিয়াকে পাশে চেয়েছে চীন। বুধবার কিরগিজস্তানে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এর সভায় দেশটির পক্ষ থেকে এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সভায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উয়ি বলেন, আট দেশের প্রতিনিধিরা চীনের অবস্থানের ব্যাপারে 'ব্যাপক সমর্থন' ব্যক্ত করেছেন। নিজের দেশের মনোভাব পুনর্ব্যক্ত করে উয়ি বলেন, 'যুক্তরাষ্ট্রের অসম বাণিজ্য আয়োজন চীন কখনও মেনে নেবে না।' তিনি বলেন, বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে আসা 'চরম চাপ' মোকাবেলা করবে বেইজিং।
বেইজিং এরইমধ্যে জবাবও দিয়েছে। যুক্তরাষ্ট্রের ২৫০ বিলিয়ন ডলারের চীনা পণ্যের ওপর আমদানি শুল্ক বৃদ্ধির জবাবে ১১০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়িয়েছে চীন। গত বছর যুক্তরাষ্ট্রের প্রায় ৪৫ বিলিয়ন মার্কিন ডলারের পণ্যে আমদানি শুল্ক বাড়ায় দেশটি।
সূত্র : দ্য স্টার
আপনার মূল্যবান মতামত দিন: